নিউজ ডেস্ক : ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার আসামি জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। ২০০৫ সালের ১৪ নভেম্বর আদালতে আসার পথে গাড়িতে বোমা হামলা বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ নিহত হন।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আরিফের করা আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ড ব্হাল রাখেন সর্বোচ্চ আদালত। এতে আরিফের মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী এন কে সাহা। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আরিফের রিভিউ খারিজ হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
২০০৬ সালের ২৯ মে এই হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ড দেন।
এরপর ২০০৭ সালের ২৯ মার্চ ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়। আজ আরেক জঙ্গি আরিফের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হলো। রাষ্ট্রপক্ষ জানিয়েছে এতে করে তার মৃত্যুদণ্ড কার্যকরে আর বাধা রইল না।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম