রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ১২:৩৩:১৯

নারায়ণগঞ্জে নিহত আরেক জনের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জে নিহত আরেক জনের পরিচয় মিলেছে

বাংলাদেশের নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তিন জনের মধ্যে তামিম চৌধুরী ছাড়াও আরো একজনের পরিচয় সম্পর্কে পুলিশ জানতে পেরেছে। যশোরের পুলিশ সুপার বলছেন নিহত একজনের নাম ফজলে রাব্বী। তার বাড়ী যশোরের কোতয়ালী থানার কিছমত নওয়াপাড়ায়।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, তারা নারায়নগঞ্জ পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে নিহতের ছবি চেয়েছেন। তবে প্রাথমিক ভাবে রাব্বীর ঠিকানা সাথে নিহত ব্যক্তির মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রহমান আরো জানান এ বছরের এপ্রিলে ফজলে রাব্বীর বাবা কাজী হাবিবুল্লাহ যশোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলের নিখোঁজ থাকার ব্যাপারে।

উল্লেখ্য, দুই মাস আগে যশোর পুলিশ জঙ্গি সন্দেহে যে পাঁচ জনের ছবি প্রকাশ করে তার মধ্যে এই ফজলে রাব্বীর ছবি ছিল বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। -বিবিসি বাংলা
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে