নিউজ ডেস্ক : ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জসিম উদ্দিনকে ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ