ঢাকা : রাজধানীর মিরপুরের একটি শাখা কার্যালয়ে র্যাবের রিমান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ।
নিহত সিরাজের বয়স ছিল ৩৫ বছর। তার গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে সিরাজকে গত ১৮ সেপ্টেম্বর গ্রেফতার করেছিল র্যাব।
১২ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সিরাজের লাশ দিয়ে যায় পুলিশ ও র্যাব।
র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিমান্ডের চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিরাজ।
র্যাব-৪ এর কর্মকর্তা এএসপি মুজাহিদ বলেন, “উনি দুদিনের রিমান্ডে ছিলেন। আগামীকাল তাকে আদালতে পাঠানোর কথা ছিল। কিন্তু বিকালের দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সাড়ে ৫টায় তাকে আমরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখানে সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।”
এরপর শেরেবাংলা নগর থানার এসআই ওয়াজেদ আলী রাত ১১টার দিকে ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যান। এ সময় সঙ্গে কয়েকজন র্যাব সদস্যও ছিলেন।
পরে সিরাজের মৃত্যুর ব্যাপারে জানতে শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করা হলে ওসি গণেশ গোপাল বিশ্বাস বলেন, “বিষয়টি র্যাব-৪-এর। আপনারা তাদেরই জিজ্ঞেস করুন।”
এদিকে সিরাজের মৃত্যুর কারণ সম্পর্কে হৃদরোগ ইনস্টিটিউটের কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালীন আগারগাঁওয়ে ইউজিসির কার্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক ওমর সিরাজ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভান্ডাররক্ষক রেজাউল করিম ও তাদের সহযোগী ঈশান ইমতিয়াজকে গ্রেফতার করে র্যাব-৪।
এ সময় তাদের কাছ থেকে ২০১৪ সালের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ২৩টি উত্তরপত্র, একই পরীক্ষার দুটি প্রশ্নপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল, বিভিন্ন ব্যাংকের চেকবই, নগদ ২ লাখ টাকা উদ্ধার করার কথা জানায় র্যাব।
তখন র্যাব কর্মকর্তারা জানান, এই চক্রটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করিয়ে দিতে ১৫ লাখ টাকা, জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ দিতে ১০ লাখ ও কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের জন্য ৬ লাখ টাকা করে নিত।
উল্লেখ্য, গ্রেফতারের রাতেই ওমরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ইউজিসি।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ