ঢাকা : সোমবার সকালে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একটি বিশেষ বিমানে করে সকাল ৯টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে ৯ ঘণ্টা অবস্থানকালে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন জন কেরি।
জন কেরি বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন তিনি। সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জন কেরি।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম