শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৮:২৬:১১

এমপি হান্নান গ্রেফতার

এমপি হান্নান গ্রেফতার

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় আরো তিন আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এমপি হান্নান (৮০) ও তার ছেলে রফিক সাজ্জাদকে (৬২) গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

গ্রেফতারের পর বাবা আর ছেলেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি সালাহউদ্দিন।

ঢাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর পরই একই মামলার আরো তিন আসামিকে ময়মনসিংহে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহে গ্রেফতারকৃত তিনজন হচ্ছেন— ডা. খন্দকার গোলাম সাব্বির (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬০) ও হরমুজ আলী (৭৩)।

বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি ও নওমহল রোড এলাকা থেকে সাব্বির ও মিন্টু এবং সন্ধ্যায় ত্রিশালের বৈলর থেকে হরমুজকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শহরে গ্রেফতারকৃত দু’জনকে থানা হাজতে রাখা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, হরমুজ আলীকে গ্রেফতারের পর থানায় আনার পথে দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এমপি এমএ হান্নানসহ ময়মনসিংহের আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরোয়ানা জারির পরই গ্রেফতার অভিযানে নামে পুলিশ।

গত ১৯ মে এমএ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।

ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ৩ (২) ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন আদালতের বিচারক আহসান হাবিব।

মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ছাড়াও জামায়াত ইসলামী নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

মামলার বাদিনী রহিমা খাতুনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া এলাকায়।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে