সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১১:৫৯:০০

তনু হত্যার বিচার হলে এভাবে মরতো না রিশা : ইমরান

তনু হত্যার বিচার হলে এভাবে মরতো না রিশা : ইমরান

ঢাকা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার যদি বিচার হতো তাহলে এভাবে রিশাকে হত্যা করতে পারতো না।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ইমরান বলেন, বাংলাদেশে নিয়মিত নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।  এসব ঘটনার একটিরও বিচার হয়নি। যারা এসব হত্যার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, বরং তাদের আন্দোলনকে ধামাচাপা দেয়া হয়।

এসময় রিশার খুনি ওবায়দুলকে আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান তিনি।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে