মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৩:০৮:২০

আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি : প্রধানমন্ত্রীকে জন কেরি

আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি : প্রধানমন্ত্রীকে জন কেরি

নিউজ ডেস্ক : আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

এসময় এর জবাবে জন কেরি বলেন, ‘আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।’

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে তথ্যের আদান প্রদান করতে আগ্রহী। আমরা বাংলাদেশের সঙ্গে তথ্যের আদান-প্রদান করতে চাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে পলাতক আছেন। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রক্ষা করে আসছে।

৩০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে