নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন খারিজের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারী জেনারেল বলেন, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম