ঢাকা : র্যাবের হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
শুক্রবার নয়াপল্টন কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই দাবি করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশি হাজিদের দুর্ভোগ লাঘবে এবং অসুস্থ হাজিদের চিকিৎসাসেবা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, আদালতের রায় রিভিউ করা হবে। আশা করি তিনি ন্যায়বিচারে খালাস পাবেন।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ