গাজীপুর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশ জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানোর পর প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন।
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, রায় পড়ে শোনানোর পর মীর কাসেমকে কিছুটা চিন্তিত মনে হলেও তিনি মানসিকভাবে বেশ শক্ত রয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, প্রাণভিক্ষার সিদ্ধান্তের জন্য যে সময় তিনি চেয়েছেন সে ব্যাপারে আইনগত উপায়েই প্রক্রিয়া হবে। তার এ সময় চাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও জানান, সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার রায় পড়ে শুনানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে তিনি কারাগারে তার কাছে থাকা রেডিওর মাধ্যমে তার রিভিউ খারিজ সংক্রান্ত রায় শুনেছিলেন।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম