নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ শুরু হয়েছে। শিগগিরই এই জঙ্গিবাদ রোধ করা সম্ভব হবে।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গিবাদ থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমরা সহযোগিতা করবো। ইতিমধ্যে এমন কিছু লোক আমাদের কাছে এসেছে। এখন তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তাদের আমরা সহায়তা করছি।
এসময় তিনি বলেন, সারাদেশে যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে আলেম-ওলামা মাশায়েখরা জঙ্গিবাদ প্রতিরোধে নেমেছে। গাজীপুরে তাদের এক সমাবেশে আমি গেছি, সেখানে হাজার হাজার আলেম অংশ নিয়েছে। আগামীকালও সারাদেশে আলেমরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করবে। তারা ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করবে।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম