বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০২:৩১:৩৫

রিশার ঘাতক ওবায়দুলকে ঢাকায় আনা হচ্ছে

রিশার ঘাতক ওবায়দুলকে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক : নীলফামাড়ীর ডোমারে গ্রেফতার হওয়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে ঢাকায় আনা হচ্ছে।

বুধবার বেলা ১২টার দিকে ডোমার থানায় ডিএমপি রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হকের নেতৃত্বে ডিএমপির সদস্যরা একটি মাইক্রোবাসে করে ঢাকার পথে রওনা দিয়েছেন।

এর আগে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ওবায়দুলকে ধরা সম্ভব হয়েছে।

তাকে ধরতে সোনারায় ও এর আশপাশের বাজারসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে অভিযান চালানো হয়।

এসময় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান ছাড়াও ডিএমপি রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক, র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. আতিক উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুলকে ডোমার সোনারায় বাজারে ঘোরাঘুরি করতে দেখে ওই এলাকার এক মাংস ব্যবসায়ী। তাকে একটি চায়ের দোকানে বসিয়ে রেখে পুলিশকে খবর দেয় সে।

পরে পুলিশ ও র্যাবের সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে