বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৬:৩৪:৩২

‘ছেলের জন্য চেয়ে আছেন মীর কাসেম আলী’

‘ছেলের জন্য চেয়ে আছেন মীর কাসেম আলী’

গাজীপুর : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে আলোচনা করতে ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমকে ফেরত চেয়েছেন।  ছেলের জন্য চেয়ে আছেন বলে জানিয়েছেন মীর কাসেম আলীর স্ত্রী।

বুধবার বিকেলে মীর কাসেম আলীর সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে এ কথা জানান তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে মীর কাসেম আলীর স্ত্রী, দুই মেয়ে, দুই পুত্রবধূ, এক ভাতিজা ও ৪ শিশু কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।  সাক্ষাৎ শেষে বিকেল পৌনে চারটার দিকে কারাগার ত্যাগ করেন তারা।

সাক্ষাৎ শেষে কারা ফটকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেন, আজ উনার সঙ্গে দেখা করতে এসেছিলাম।  এ দেখাই শেষ দেখা নয়। শেষ কাজগুলো কীভাবে করবো সে পরামর্শের জন্যই এসেছি।
 
তিনি বলেন, আজ ২২ দিন ধরে আমার ছেলেকে পাচ্ছি না।  সাদা পোশাকধারী লোকেরা তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে।  এরপর থেকে তার সম্পর্কে কিছু জানি না।  

খন্দকার আয়েশা খাতুন বলেন, মীর কাসেম আলীর ব্যাপারে কোনো কথা বলার আগে, কিছু সিদ্ধান্ত দেয়ার আগে ছেলেকে আমরা ফেরত চাই।  কারণ ছেলেই আমাদের আইনজীবী ছিল।  তার পরামর্শ আমাদের খুব বেশি দরকার।  ছেলেকে পেলেই এ ব্যাপারে সিদ্ধান্ত দেব।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে