বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:১৩:১৬

হরতাল ডেকে মাঠে ছিল না জামায়াত

হরতাল ডেকে মাঠে ছিল না জামায়াত

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে সারা দেশে ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। চলার কথাছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে সকাল থেকে জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। হরতালের পক্ষে দেশের কোথাও কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের প্রভাব নেই সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই গণপরিবহনে অন্যান্য দিনের মতোই ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার পর ১২ ঘণ্টার এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে জামায়াত নেতাদের রায়ের ব্যাপারে বরাবরের মতো এবারও নীরব ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি। এ ব্যাপারে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগেও মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের ফাঁসির রায় এবং তা কার্যকর হওয়ার পরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিএনপি।
০১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে