নিউজ ডেস্ক : রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় গ্রেপ্তার কাটিং মাস্টার ওবায়দুল খানকে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
বুধবার রাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ওবায়দুলকে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে রিশা হত্যা মামলায় আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
বুধবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে নীলফামারীর ডোমার থানা থেকে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশের একটি দল। এ কাজে নেতৃত্বে দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক।
সে সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, রিশার হত্যার সন্দেহভাজন আসামি ওবায়দুলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তাকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করার পর দিনাজপুরে পালিয়ে যান। সেখানে পুলিশ হানা দেওয়ার আগেই তিনি পালিয়ে ঠাকুরগাঁও চলে যান। এরপর সেখান থেকে তিনি নীলফামারীতে অবস্থান করেন।
বুধবার পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক রিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।
ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে।
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম