নিউজ ডেস্ক : উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা (১৪)-কে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছে ওবায়দুল রহমান। ডিএমপির রমনা থানা হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে রিশাকে ছুরিকাঘাত করে হত্যার স্বীকারোক্তি দেয় ওবায়দুল। বৃহস্পতিবার দুপুরে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার ভোরে নীলফামারির ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়। এদিকে, আজ (বৃহস্পতিবার) আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মারুফ হোসেন সরদার।
ছুরিকাঘাতের কারণ জানতে চাইলে রমনা বিভাগের এডিসি আজিমুল হক বলেন, ওবায়দুল রিশাকে পছন্দ করতো। ওবায়দুলের দাবি রিশাও তাকে পছন্দ করতো। তার বক্তব্য অনুযায়ী পছন্দ কিংবা প্রেমের বিষয়টি ছিল প্রাথমিক অবস্থায়। দীর্ঘদিন রিশার পেছনে ঘুরেছে সে। কিন্তু সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে কোনো সাড়া না পায়নি সে। ফলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে ওবায়দুল।
ছুরিকাঘাতের সময় ওবায়দুলকে কেউ সহযোগিতা করেছে কি না জানতে চাইলে এডিসি আজিম বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওবায়দুল জানিয়েছে, ছুরিকাঘাতের সময় সে একাই ছিল। অন্য কারো সহযোগিতা সে নেয়নি।’
আজিমুল হক আরো বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ওবায়দুল সীমান্ত পেড়িয়ে ভারত যাওয়ার পরিকল্পনা ছিল। গতকাল ওবায়দুলকে গ্রেফতার করা সম্ভব না হলে আজ সে ভারত চলে যেত।’
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম