নিউজ ডেস্ক : সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সকল সদস্যদের জন্য ঈদ-উল-আজহার উপহার হিসেবে ‘সীমান্ত ব্যাংক’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পিলখানায় বিজিবির প্রধান কার্যালয়ে এ ব্যাংকের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘কয়েক দিন পরেই আমাদের পবিত্র ঈদ-উল-আজহা। সীমান্ত ব্যাংকের উদ্বোধন এই বাহিনীর (বিজিবি) সকল সদস্যদের জন্য আমি ঈদের শুভেচ্ছা হিসেবে এটা উপহার দিলাম, ঈদ উপহার। আশা করি এই ব্যাংক বিভিন্ন সদস্যদের জন্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণ বয়ে আনবে। কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট অবদান রাখতে পারবে।’
তিনি আরো বলেন, ‘২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ইপিআর সদস্যরা ওয়ারলেস ম্যাসেজ থেকে সারাদেশে প্রচার করে। সে সদস্যদের চারদিন অমানসিক নির্যাতন করে হত্যা করে পাক হানাদার বাহিনী। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ১২ হাজার বিজিবি (তৎকালীন ইপিআর) সদস্যরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১০ সালের ঘটনায় তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪টি মূল্যবান প্রাণ আমরা হারিয়েছি। আজকের দিনে আমি তাদেরকেও স্মরণ করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘বিশেষ করে ২০১৩ সালের শেষের দিক থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তীতে দীর্ঘ তিন মাস বিএনপি-জামায়াত জোটের যে অগ্নি সন্ত্রাস অর্থাৎ আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে এবং সরকারি সম্পদ ধ্বংস করছিলো সেই সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাবের সঙ্গে আমাদের বিজিবিও ভূমিকা পালন করেছিলেন। তাদের সে বলিষ্ঠ ভূমিকা আমরা সব সময় স্মরণ করি।’
এর আগে ফলক উন্মোচন ও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সীমান্ত ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম