ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। প্রথম টুইটে তিনি দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি’।
বাংলার পাশাপাশি ইংরেজীতেও তিনি এ আহ্বান জানান। দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বৃহস্পতিবার তার এ টুইটার অ্যাকাউন্টটি (BegumZiaBd) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.banaladeshivoices.blogspot.co) উদ্বোধন করেন খালেদা জিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন দেশের জনপ্রিয় ও শীর্ষ নেতাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছিল না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রমুখ।
খালেদা জিয়া অনুষ্ঠানে বলেন, দেশে গণতন্ত্র ছিল না। জিয়াউর রহমান মনে করেছেন, হানাহানি না করে সবাই নিজ নিজ পার্টি করবে। যোগ্য ও ভালো লোক সবাইকে নিয়ে একটি দল করেছেন তিনি। দুর্বৃত্ত পীড়িত দেশে গণতন্ত্রসহ বহুদলীয় গণতন্ত্র আনলেন। সবাইকে সুযোগ দিলেন।
১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম