শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৫:৩১:২৫

হত্যার অভিযোগ ইউজিসি কর্মকর্তা ওমর সিরাজের স্ত্রীর

হত্যার অভিযোগ ইউজিসি কর্মকর্তা ওমর সিরাজের স্ত্রীর

ঢাকা : র‌্যাব হেফাজতে নিহত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা অভিযোগ করে বলেছেন, তার স্বামী র‌্যাবের নির্যাতনে মারা গেছেন।

শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

শম্পা বলেন, দোষ করলে তার জন্য আইন আছে, আদালত আছে।  আদালত তার স্বামীকে শাস্তি দেবে।  তার স্বামী শারীরিকভাবে সুস্থ ছিল।  র‌্যাব ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করেছে।

নিহতের স্ত্রী শম্পার আনিত অভিযোগ অস্বীকার করেছে র‌্যাব।  র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদুল ইসলাম জানান, ওমর সিরাজের স্ত্রী আবেগতাড়িত হয়ে এসব কথা বলছেন।  এর কোনো ভিত্তি নেই।

ওমর সিরাজ চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমকে তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার রাতে ওমর সিরাজের লাশের সুরতহাল করা হয়েছে।

শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন, ওমর সিরাজের বাম হাতের কবজিতে পুরাতন ক্ষত চিহ্ন আছে।  ডান হাতের কনুইতেও পুরাতন ক্ষত চিহ্ন রয়েছে।  ডান কাধের পেছনে লম্বা কালো দাগ আছে।


এসআই ওয়াজেদ আলী এতে উল্লেখ করেছেন, অসুস্থ অবস্থায় ওমর সিরাজকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতটা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

এ ব্যাপারে শেরেবাংলা থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাব সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিক্যালে নিয়ে গেছেন।

মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ওমর সিরাজকে গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত করে ইউজিসি কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ওমর সিরাজকে আটক করা হয়।  ১৯ সেপ্টেম্বর মামলা হওয়ার পর ২১-২২ সেপ্টেম্বর তাকে রিমান্ডে নেয় পুলিশ।  ২৪ সেপ্টেম্বর মামলা র‌্যাবে হস্তান্তর করা হয়।  এরপর দ্বিতীয় দফায় র‌্যাব ওমর সিরাজকে রিমান্ডে নেয়।

মেডিক্যাল ভর্তি পরীক্ষার দিন ইউজিসিতে অভিযান চালিয়ে ওমর ছাড়াও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম (৩২) এবং ঈশান ইমতিয়াজ হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে