শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৫:০১

কারাগারে সাঈদীর সঙ্গে স্ত্রী-পুত্রের সাক্ষাৎ

কারাগারে সাঈদীর সঙ্গে স্ত্রী-পুত্রের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে স্ত্রী ও সন্তানরা সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে তারা এই সাক্ষাৎ করেন।

বেলা ১১টা ১০ মিনিটে স্ত্রী ছালেহা বেগম, ছেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ পরিবারের পাঁচ সদস্য সাঈদীর সঙ্গে দেখা করেন।

যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে সাঈদী কাশিমপুর কারাগার-১ এর কনডেম সেলে বন্দি আছেন।
২ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে