নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের শেষ দিনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।
বেনজীর আহমেদ বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়, তারই পরিপ্রেক্ষিতে অন্যান্যবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ঈদে বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় পেট্রল ও চেকপোস্ট ছাড়াও সাদা পোশাকে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এদের সঙ্গে মাঠে থাকবে র্যাবের মোবাইল ফোর্স।
পাশাপাশি ঘরমুখো মানুষের ঈদযাত্রায় বাস-ট্রাক ও লঞ্চ টার্মিনাগুলোতে নজরদারি বাড়ানো এবং ফেরিঘাটগুলোতে র্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হবে বলে জানান বেনজীর আহমেদ।
কোরাবানির গরুর হাটের নিরাপত্তা ও জাল টাকা রোধেও র্যাব সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাইওয়েতে অননুমোদিত কোনো গরুরহাট বসতে দেয়া হবে না।
পাশাপাশি ঈদের পর চামড়া চোরাচালান রোধে ও চামড়া বিক্রিতে ঝামেলা এড়াতে র্যাব তৎপর রয়েছে বলেও জানান ডিজি বেনজীর আহমেদ।
২ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/সৈকত/এমএম