শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:২৮:০৮

গুলশান হামলার পর অভিযানে ২৬ জঙ্গি গ্রেফতার: র‌্যাব

গুলশান হামলার পর অভিযানে ২৬ জঙ্গি গ্রেফতার: র‌্যাব

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের বিভিন্ন এলাকা থেকে ২৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে র‌্যাব। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের শেষ দিনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ এ তথ্য জানান।
 
র‌্যাব মহাপরিচালক বলেন, গুলশানে জঙ্গি হামলার পর থেকে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরাপত্তা ছক কষেছেন। এরই অংশ হিসেবে জঙ্গি বিরোধী অভিযানে র‌্যাব ২৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। আর কিলিং অ্যাকশনে কিছু জঙ্গি নিহত হয়েছে।
 
যারা এখনও গ্রেফতার এড়িয়ে পালিয়ে রয়েছে, তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
 
বেনজীর আহমেদ এ সময় প্রধানমন্ত্রীর আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থানকে সাধুবাদ জানান।
 
র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
২ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে