শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০৫:১২

আজ চাঁদ খুঁজবে বাংলাদেশ, একদিন পেছাতে পারে ঈদ!

আজ চাঁদ খুঁজবে বাংলাদেশ, একদিন পেছাতে পারে ঈদ!

নিউজ ডেস্ক : ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ  চাঁদ খুঁজবে বাংলাদেশ।  শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

যদি চাঁদের দেখা মেলে তাহলে আগামী ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন হবে।  তবে সৌদি আরবে চাঁদ দেখা যায়নি।  সেখানে ঈদুল আজহা উদযাপন হবে ১২ সেপ্টেম্বর।

সাধরণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।  সে হিসাবে বাংলাদেশে একদিন পেছাতে পারে ঈদ।  ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনাই বেশি।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বলছে, চাঁদ দেখা কমিটির সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করবেন।

শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।  সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।  ঈদ হবে ১৩ সেপ্টেম্বর।  জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

গফজ নিউজ বলছে, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যায়নি।  তাই আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে