শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১০:৫৬

রূপনগরে জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, জেএমবির মেজর মুরাদ নিহত

রূপনগরে জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, জেএমবির মেজর মুরাদ নিহত

ঢাকা : রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।  

গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ।  এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।  পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন নব্য জেএমবির প্রশিক্ষক মেজর জুলহাস ওরফে মুরাদ।  এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিকশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মেজর মুরাদ ছিলেন নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড-ইন কমান্ড।  এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রূপনগরের দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।  শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশের অন্তত ২’শ সদস্য ঘিরে রেখেছে।
 
এ ব্যাপারে ঢাকা মেট্রাপলিটন পুলেশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাতে ওই বাসাতে পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে।  এরপর দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে।  তাদের মধ্যে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।
 
রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ।  এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য গুলি ছোড়ে।  এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে