ঢাকা : রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ। এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
যেভাবে খোঁজ পেল মেজর মুরাদের
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।
তবে সেদিন তাকে বাড়িতে যাওয়া যায়নি। তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে যান। কিন্তু আজ শুক্রবার তিনি আবার ওই বাড়িতে আসলে অভিযান চালানো হয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ছানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার অভিযানের পরদিনই রূপনগরে অভিযান চালানো হয়। কিন্তু মেজর মুরাদ আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ বাড়িওয়ালাকে বলে আসে, মুরাদ আবার আসলে তিনি যেন পুলিশকে জানান।
শুক্রবার মুরাদ ঘরের মালপত্র নিতে আসেন। এ সময় বাড়িওয়ালা স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ আসলে মুরাদ তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশের অভিযানে মেজর মুরাদ নিহত হন।
ছানোয়ার হোসেন জানান, মেজর মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড-ইন কমান্ড। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রূপনগরের দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশের অন্তত ২’শ সদস্য ঘিরে রেখেছে।
এ ব্যাপারে ঢাকা মেট্রাপলিটন পুলেশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাতে ওই বাসাতে পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে। এরপর দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। তাদের মধ্যে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।
আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম