ঢাকা : কে এই মুরাদ? অনেকে বলেন মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর। প্রশ্ন ওঠে তিনি কী সেনাবাহিনীর সাবেক কোনও সদস্য? নাকি জেএমবির সামরিক শাখার ছদ্মবেশী মেজর তিনি? কিন্তু শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে মুরাদ নামে কোনও মেজর নেই।
সামরিক গোয়েন্দারা বলেন, প্রশিক্ষকদের জঙ্গিরা ‘মেজর’ বলে সম্বোধন করেন। এ কারণেই হয়তো সবাই তাকে সেনাবাহিনীর সদস্য বলে মনে করেছেন। অন্যদিকে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের কাছে উল্লেখ করেছিলো, মুরাদ সেনাবাহিনীরই সদস্য ছিল এবং সেখান থেকে সে অবসর গ্রহণ করে।
এর আগে, রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়ী এলাকায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এতে ৪ পুলিশ সদস্যও আহত হন। - বাংলা ট্রিবিউন
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি