নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। তিনি বলেন, ‘মীর কাসেম বলেছেন, ‘আমি জান্নাতে যাচ্ছি। তোমরা প্রস্তুত থেকো। আমি জান্নাতে গিয়ে তোমাদের জান্নাতে নেওয়ার ব্যবস্থা করছি।’
এরআগে কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন।
আয়েশা খাতুন বলেন, শেষ সময়ে আমাদের ছেলে আহমেদ বিন কাসেমকে তিনি দেখতে পেলেন না। একারণে আক্ষেপ করেছেন। নিখোঁজ ছেলে একদিন ফিরে আসবেই।
খন্দকার আয়েশা খাতুন জানান, এ সরকারের আমলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে লাভ নেই। প্রাণভিক্ষা চাইলেও তা পাওয়া যেত না। এ কারণে তিনি তা চাননি।
তিনি বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। উনি মৃত্যু ভয়ে ভীত নন। তিনি বলেছেন, এ মৃত্যু শহীদী মৃত্যু। যারা তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে তাদের পরাজয় হবে। এদেশে একদিন ইসলাম বিজয়ী হবে।
এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের ৪৩ সদস্য কারাগারে যান। চার দফায় ৩৮ জনকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।
বিকেল সাড়ে ৩টার দিকে ছয়টি মাইক্রোবাসে করে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফটকে পৌঁছেন। এর পাঁচ মিনিট পর কারা কর্তৃপক্ষ সবাইকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেন।
এদিকে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে প্রস্তুত জল্লাদ শাহজাহান ভুঁইয়া। তাকে সহায়তা করতে রয়েছেন দ্বীন ইসলাম, রিপন ও শাহীন।
৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি