নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় সংসদের ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা এম এ হান্নান, তার ছেলে রফিক সাজ্জাদ, ময়মনসিংহ থেকে গ্রেফতার মিজানুর রহমান মিন্টু ও ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুক্রবার বন্ধ থাকায় তাদের ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠেনোর আদেশ দেন তিনি।
রাজধানীর গুলশানের আজাদ মসজিদ সংলগ্ন বাসা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এম এ হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। পরে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।
একইদিন বিকেলে ময়মনসিংহ শহর থেকে মিজানুর রহমান মিন্টু (৬৩), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদ (৬৯) এবং ত্রিশাল উপজেলা সদর থেকে হুরমুজ আলীকে (৭১) গ্রেফতার করা হয়।
হুরমুজ আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শুক্রবার আদালতে তাকে হাজির করা হয়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এবং ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর