ঢাকা : প্রকৃত অপরাধীদের আড়াল করতেই ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) কর্মকর্তা ওমর সিরাজকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্টজনরা। র্যাবের হেফাজতে মারা যাওয়ার বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তারা।
একইসঙ্গে র্যাবের কাছে ওমর সিরাজ যে বক্তব্য রেখেছেন শিগগিরই তা জাতির সামনে তুলে ধরার দাবিও জানানো হয়।
শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষক-অভিভাবক ও বুদ্ধিজীবী সংহতি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেখক সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ, বুয়েটের শিক্ষক হাসিব চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ভাস্কর রাশা প্রমুখ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইউজিসি কর্মকর্তা হত্যা একটি সুপরিকল্পিত। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা ন্যায্য দাবি ফিরে পাওয়ার জন্য রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সরকারের উচিত অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা।
সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে প্রশ্নপত্র ফাঁসসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সরকার এতো অপ্রতিরুদ্ধ ও শক্তিমান যে, তারা একজন ছাত্রকে ১০ নম্বরের পরিবর্তে ৯৯ নম্বর পাইয়ে দিতে পারে। প্রশ্নপত্র ফাঁস চুরি-ডাকাতির মতো একটি ফৌজদারি অপরাধ। তাদের চোর-ডাকাতের মতো শাস্তি দিতে হবে।
তিনি বলেন, দ্বিতীয় ফৌজদারি অপরাধ হচ্ছে যৌক্তিক আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর নির্যাতন। তৃতীয় ফৌজদারি অপরাধ হচ্ছে র্যাবের হেফাজতে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ইউজিসি কর্মকর্তার মৃত্যু। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান তিনি।
আনু মোহাম্মদ বলেন, ইউজিসি কর্মকর্তা হত্যার পেছনে কোটি কোটি টাকার বাণিজ্য রয়েছে। রাঘব বোয়ালরা এর সঙ্গে জড়িত। ইউজিসি কর্মকর্তা র্যাবের কাছে যে বক্তব্য দিয়ে গেছেন শিগগিরই তা জাতির সামনে তুলে ধরতে হবে।
ডা. ইমরান এইচ সরকার বলেন, শুধু ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ নয়, এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার রীতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো।
এ সময় আন্দোলনের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ দু'দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর গ্রহণ, আলোকচিত্র ও ব্যঙ্গচিত্র প্রদর্শনী।
রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে পদযাত্রা।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম