ঢাকা : ধসে পড়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত আক্কাছুর রহমান আঁখি হলের ২১২ নম্বর রুমের ছাদ ধসে পড়ে। ছাদ ধসে স্টিলের খাট ভেঙে গেছে। রুমের অর্ধেকের বেশি স্থানের ছাদ ধসে রড বেরিয়ে গেছে।
জুমার নামাজ পড়তে যাওয়ায় কোনো অঘটন ঘটেনি। এ রুমে চারটি বিছানা থাকলেও ১২ থেকে ১৪ জন ছাত্র থাকেন বলে গেছে।
হলের সহকারী হল সুপার সালাউদ্দিন হায়দার বলেন, ধসের ঘটনা কলেজ প্রশাসনকে জানিয়েছি। আগামীকাল তারা ব্যবস্থা নেবেন।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম