রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪২:২৬

ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীরা দুর্ভোগে

 ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীরা দুর্ভোগে

নিউজ ডেস্ক : কমলাপুর স্টেশন থেকে যাওয়া বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ফলে রেলযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দিনেও এ বিপর্যয় কাটবে না।

বিমানবন্দর রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সিলেটের পারাবত এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে দুই ঘণ্টা বিমানবন্দরে আটকা পড়ে। এতে কমলাপুর থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেনও আটকা পড়ে।  

সকাল ৬টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সাড়ে ৬টায় কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেলেও সেটি বিমানবন্দরে এসে আটকা পড়ে। এতে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে নয়টায় পর্যন্ত তা ছেড়ে যায়নি।

সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে প্রায় ৬টি রুটে ট্রেন যাওয়ার কথা থাকলেও প্রত্যেকটি ট্রেনে শিডিউল বিপর্যয় রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানান। -যুগান্তর
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে