রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০১:২২

হজের আনুষ্ঠানিকতা পালনে আরাফায় খালেদা জিয়া

হজের আনুষ্ঠানিকতা পালনে আরাফায় খালেদা জিয়া

জাতীয় ডেস্ক: হজের আনুষ্ঠানিকতা পালনে এই মুহূর্তে আরাফাত ময়দানে অবস্থান নিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় রাষ্ট্রীয় প্রোটকলে মিনার রাজকীয় প্যালেস থেকে আরাফাত ময়দানে রওনা দেন তিনি। স্থানীয় সময় সকাল ৯টায় আরাফাতের ময়দানে পৌঁছে হজের আনুষ্ঠানিকতায় শরিক হন খালেদা।

বিএনপির চেয়ারপার্সনের সফর সঙ্গীদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য জানান।
 
প্রসঙ্গত, হজ পালনের জন্য খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. ইনামুল হক চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন নুরু, গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে