রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৬:১৭

হাটে উট-দুম্বার সেলফি তুলতে উচ্ছ্বাস

হাটে উট-দুম্বার সেলফি তুলতে উচ্ছ্বাস

নিউজ ডেস্ক : শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাট।  হাটগুলোতে বাড়তে শুরু করে ক্রেতাদের আনাগোনা।  হাটে ভিড় বাড়লেও বেচাকেনা কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

ক্রেতারা বলছেন, আগের বারের চেয়ে এবার গরু-ছাগলের দাম বেশি।  তাই দেখেশুনে কিনতে হবে।  তবে কোরবানির হাটে উট আর দুম্বা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে অনেকের।  

এ প্রাণী দুটির আশপাশে মানুষের জটলা।  জটলার মধ্যে যারা আছেন, তাদের মধ্যে ক্রেতা আছেন কমই।  বরং সেলফি পার্টির সদস্যই বেশি।

রোববার গাবতলীর পশুর হাটে এমন দৃশ্য দেখা গেছে।  বড় গরুর তুলনায় এবার ছোট ও মাঝারি গরুর দরদাম করতে দেখা গেছে ক্রেতাদের।  ভারতীয় গরু কম থাকায় গরুর দাম তুলনামূলক বেশিই মনে করছেন ক্রেতারা।

গরু-ছাগল দেখার পাশাপাশি উট আর দুম্বার প্রতি আগ্রহ দেখা গেছে অনেকের।  তবে দাম বেশি হওয়ার কারণে কিনতে না পারলেও কাছ থেকে একনজর দেখছেন আর ছবি তুলছেন।  

গাবতলী গরুর হাটের উট ও দুম্বা বিক্রেতা অপু জানান, ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে উট ও দুম্বা।  ছয়টি উটের মধ্যে চারটি বিক্রি হয়েছে। বাকি দুটিও বিক্রি হয়ে যাবে।  সাড়ে ৬ লাখ থেকে ৯ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে উট।  দুম্বা বিক্রি করছেন পৌনে তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকায়।

তবে মানুষের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।  গাবতলীর পশুর হাটে বেচাকেনা বেড়েছে।  কাল শেষ সময়।  শেষ সময়টার জন্য অপেক্ষা করছেন অনেকে।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে