সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৪:৪২

ট্যাম্পাকোতে উদ্ধার কাজে অংশ নেবে সেনাবাহিনী

ট্যাম্পাকোতে উদ্ধার কাজে অংশ নেবে সেনাবাহিনী

জাতীয় ডেস্ক: টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় উদ্ধার কাজে অংশ নেবে সেনাবাহিনী।

ইতিমধ্যে ঘটনাস্থল পর্যাবেক্ষণ করেছে সেনাবাহিনীর একটি দল। সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজমের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।

রোববার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে সেনাবাহিনী দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের বলা হয়, উদ্ধারকাজে অংশ নিতে কি পরিমাণ যন্ত্রপাতি লাগতে পারে, তা পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিবে।
শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই প‌্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে