নিউজ ডেস্ক: দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম গরু ও ছাগলের ছবিতে সয়লাব হয়ে গেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ঘুরছে শুধু বিভিন্ন রঙের, ধরনের গরুর ছবি ও ছাগলের ছবি। এরইমধ্যে গতকাল ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটিতে দেখা যায় এক জিন্স ও ফতুয়া পরিহিত তরুণী হাতে একটি লাঠি নিয়ে গরুর পেছনে প্রকাশ্য বাজারে দৌঁড়াচ্ছেন। ছবিটি কেন ভাইরাল হলো? ফেসবুকে একজন মন্তব্য করেছেন, সাধারণত এই ছবিতে সাধারণ মানুষজন অভ্যস্ত নন। ' আরেকজন লিখেছেন, সাহসী মেয়ে। গুড।' কেউ কেউ বাহবা দিচ্ছেন। তবে কোথাকার ছবি এটা জানা যায় নি।-কালের কণ্ঠ
১২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস