নিউজ ডেস্ক : দুর্লভ ছবি! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। লাঠি হাতে এক তরুণী হাট থেকে গরু নিয়ে ফিরছেন বাড়ি। এমন একটি ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের পাতায় পাতায়।
এপিক স্ক্রিন শর্ট নামের একটি পেজে সেঁটে দেয়া ছবির ক্যাপশন ছিল- ‘ঢাকা শহরের সবচেয়ে দুর্লভ ছবি’। আর তা দেখে নানাজনের মত ছিল, এখানে দুর্লভের কী আছে? মানসিকতার পরিবর্তন না হলে এটাকে হাস্যকর বলেই মনে হবে।
শহুরে জীবনে অভ্যস্ত ছেলেমেয়েরা হাট থেকে পশু কিনে বাড়ি ফিরছেন এমন খুব একটা চোখে পড়ে না। মেয়েদের বেলায় তো না-ই। কিন্তু সোমবার সকাল থেকে ফেসবুকের পাতায় লাঠি হাঁকিয়ে গরু নিয়ে বাড়ি ফেরার ছবিটি ভাইরাল।
তবে মেয়েটার নাম, পরিচয় দুটোই অজানা।
ছবিটির নিচে নানা ধরনের কমেন্ট করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। কেউ এটিকে দেখেছেন নেহাত হাস্যরস হিসেবে। আবার কেউ কেউ সিরিয়াসভাবে দেখেছেন।
এটিকে নারীর জাগরণ হিসেবে দেখেছেন তারা। আত্মনির্ভরশীলতায় মেয়েরা যে পিছিয়ে নেই আকারে, ইঙ্গিতে তাই বুঝিয়েছেন কেউ কেউ। এটা যথার্থই বটে।
ফারহিন সোহান কবীর লিটা ছবিটার নিচে কমেন্ট কিনতে গিয়ে স্মৃতিচারণ করেছেন আত্ম অভিজ্ঞতা থেকে। তিনি লিখেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার পরে আমরা বোনেরাও এভাবেই গরু নিয়ে আসতাম। আমাদের ভাই নাই, কাজেই কেউ কাজ করে দেবে সেই অপেক্ষায় থাকার সুযোগও নাই, বাবা আরেকজনের মুখের দিকে তাকায় থাকা শেখায়ও নাই। স্যালুট মেয়ে তোমাকে।’
এসকে অরিন নামে একজন মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘ভাই নিজেদের গরু আনতে যাওয়া, বাপ ভাইয়ের সাথে কোরবানির গরু আনতে যাওয়া কি পাপ? আপনারা কতটা লেইম হলে এরকম একটা ব্যাপার ফেবুতে ভাইরাল করতে পারেন একটু ভেবে দেখবেন, সবারই একটা পার্সোনাল লাইফ আছে আর সবার আশেপাশের মানুষ সব লাইকও করে না।’
নাদিয়ার মন্তব্য ছিল এই রকম। ‘এখানে মেয়ের পরিবর্তে কোন ছেলে হলে ছবিটা দুর্লভ হত না, তাই না? আপনাদের সমস্যা কোথায় বলবেন কি? একটা মেয়ে এই কাজটা করছে বলে খুব হাস্যকর লাগছে যাদের কাছে নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন এই মেয়েটা কি চুরি করছে নাকি ছিনতাই করছে নাকি খারাপ কোন কাজ করছে যার জন্য আপনাদের কাছে বিষয় অন্যরকম লাগছে? কেন স্বাভাবিকভাবে নিতে পারছেন না? তার হয়তো কাজটা করার মত কেউ নেই বলে তাকে করতে হচ্ছে। অথবা সে এই পরুষশাষিত সমাজের তোয়াক্কা করছে না। নিজেদের মানুষিকতা বদলান প্লিজ।
লিলি পারভীন লিখেছেন, ‘আমার তো মনে হয় এটাই হওয়া উচিত। যাদের ঘরে ছেলে নাই, শুধু মেয়ে আছে তারা কী করবেন, অথবা ছেলে থাকলেও মেয়েরা কেন করতে পারবে না। এখানে তো ফানের কিছু নেই। আমি তাকে ( মেয়েটাকে) সম্মান করি।’
মাহাবুবা মনোয়ারা লিখেছেন, ‘নারী অফিস আদালতে কাজ করতে পারে। বিমান চালাতে পারে। নিত্যদিনের কাঁচাবাজার করতে পারে। তবে কোরবানির গরু কিনতে গেলেই যত সমস্যা তাই না? দৃষ্টিভঙ্গি বদল করা সকলের উচিত।’
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম