মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৭:১৯

বায়তুল মোকাররমে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭.৩০ মিনিট এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে শেষ হয়েছে। জামাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছেন।

বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামায়াতের ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। নামাজ শেষে মোনাজাতে সৃষ্টিকর্তার নিকট শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বায়তুল মোকাররম মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে জানা গেছে।

১৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে