মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৬:৩৪

প্রধানমন্ত্রীর দেয়া কোরবানির মাংস দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ

প্রধানমন্ত্রীর দেয়া কোরবানির মাংস দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেই কোরবানির মাংস সবই পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এতিমখানায়। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ কোরবানি দিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

জানা যায়, একটি গরু ও একটি খাসি কুরবানি দেওয়া হলেও কোনো মাংসই গণভবনে রাখা হয়নি। সবই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এতিমখানায়। এছাড়া দুস্থদের মাঝেও তা বিতরণ করা হয়। গণভবনে ঈদের দিন দায়িত্ব পালন করা কর্মচারীদের মাঝেও তা বিতরণ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘কোরবানির পশু জবাইয়ের পর কাটা হলে গণভবনের কর্মচারীদের কিছুটা মাংস দেয়া হয়। আর বাকি মাংস রাজধানীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’

গণভবন ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবন সূধাসদনে একটি গরু কুরবানি দেওয়া হবে। এই কোরবানির মাংসও গরীব ও সুধাসদনের কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

অপরদিকে, টুঙ্গিপাড়ায় পৈত্রিক বাড়ি ও রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক কোরবানি দিয়ে থাকেন বলে জানা গেছে।

১৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে