ঢাকা : নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশ খুলে দেয়ার পর এবার ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশটি আগামীকাল বৃহস্পতিবার খুলে দেয়া হচ্ছে। কাল থেকে এ অংশে যানবাহন চলাচল করবে।
কাল বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফিতা কেটে যানবাহন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গত ৩০ মার্চ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
ভারতের সিমপ্লেক্স নাভানা জেভি, চীনের দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) এবং তমা কনস্ট্রাকশন ফ্লাইওভারটি নির্মাণ করছে।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম