বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:০৫:০৪

১০ দিন পর উঠে বসে কথা বললেন হান্নান শাহ্

১০ দিন পর উঠে বসে কথা বললেন হান্নান শাহ্

নিউজ ডেস্ক : শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র ।

গত মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ্’র সফল অস্ত্রোপচার করেন। তার হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং বসানো (এনজিওপ্লাস্টি) হয়েছে বলে জানান হান্নান শাহ্'র ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল।

তিনি জানান, স্যারের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।  হৃদযন্ত্রে রিং বসানোর পর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।  

ইউনুস বাবুল বলেন, দীর্ঘ ১০ দিন পর তিনি কথা বলেন এবং উঠে বসেন।  চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।  আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন চিকিৎসকরা।

গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হান্নান শাহকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।  সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল।  কিন্তু অবস্থার ফের অবনতি ঘটলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়।

তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা।  চিকিৎসকদের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার সাথে আছেন ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমি।
 ১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে