বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৭:১৯

গণতন্ত্রের পথে ফিরে না আসলে লাগাতার কর্মসূচি বিএনপি : দুদু

গণতন্ত্রের পথে ফিরে না আসলে লাগাতার কর্মসূচি বিএনপি : দুদু

ঢাকা : সরকার গণতন্ত্রের পথে ফিরে না আসলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ভোটারবিহীন সরকার বিএনপিকে নির্মূল করতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।  এরই ধারাবাহিকতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।

তিনি বলেন, সরকারকে এ স্বৈরাচারী পথ থেকে ফিরে আসার আহবান জানাচ্ছি।  ঢাকার সাবেক মেয়র ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত করছে সরকার।

শামসুজ্জামান দুদু বলেন, গতকাল বুধবার ঢাকার গুলশানে ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিস ঝুলিয়ে দেয়া হয়েছে।  তিনি আইনি লড়াইয়ের জন্য সময় চেয়েছিলেন।  কিন্তু তাকে সময় দেয়া হয়নি। তিনি নাগরিক অধিকার থেকে বঞ্চিত  হয়েছেন।

তিনি বলেন, দেশের সব সংকট মোকাবেলায় সব দলের সঙ্গে আলোচনা প্রয়োজন।  আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে।  একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই হতে পারে সংকট সমাধানের উপায়।  আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, এম এ আউয়াল খান, সহ দফতর সম্পাদক  তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে