শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ০২:২০:৩৫

ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীতে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাজারীবাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পুষ্পিতা বিশ্বাসের গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস। তিনি দুই বোনের মধ্যে বড়।

পুষ্পিতার প্রতিবেশী জগদীশ বলেন, ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন পুষ্পিতা। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে হাজারীবাগ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে পুষ্পিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা পুষ্পিতা গলায় ফাঁস দিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে