বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৭:২৭

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সেলিমা-শিমুল বিশ্বাসরা

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সেলিমা-শিমুল বিশ্বাসরা

ঢাকা : রাজধানীর পল্লবী থানায় করা নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার ২০ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের গ্রেফতারি পরোয়ানায় যেকোনো সময় তারা গ্রেফতার হতে পারেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, বৃহস্পতিবার আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।  আসামিদের মধ্যে আরো আছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

২০১৫ সালে নাশকতার অভিযোগে পল্লবী থানায় এ মামলাটি করা হয়।  এ মামলায় আদালত আজ গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে