বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৯:৫৬

অবশেষে গুলশান হামলার পাঁচ জঙ্গির লাশ জুরাইনে দাফন

অবশেষে গুলশান হামলার পাঁচ জঙ্গির লাশ জুরাইনে দাফন

ঢাকা : অবশেষে দাফন হলো রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে অভিযানে নিহত পাঁচ জঙ্গির।  আইএসের বার্তা সংস্থা আমাক থেকে নেয়া গুলশানের পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

পরে ফেসবুকে বিভিন্নজন তাদের পরিচয় তুলে ধরে। বাংলাদেশ পুলিশও তাদের ছবির পরিচয় নিশ্চিত করে।  

প্রায় তিন মাস পর গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মরদেহ আজ বৃহস্পতিবার দাফন করা হলো।

আজ দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান গণমাধ্যমকে বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে দুপুর ১২টার দিকে ৬টি মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে ৩ জন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের ৯ জন প্রতিনিধি ছিলেন।

পাঁচ জঙ্গি হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল।

গত ১ জুলাই গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা করে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে।  

রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, ৩ জন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।  পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হয়।  এরপর থেকে তাদের মরদেহ সিএমএইচে ছিল।

নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মরদেহ নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন না করায় তা আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হলো।  মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হয় বলে জানান আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে