বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:১০:৪৯

দেশে ফিরলেন খালেদা

দেশে ফিরলেন খালেদা

ঢাকা : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিকেল ৫টা ২৫ মিনিটে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দেন।  এ সময় তার গাড়িবহরকে ভিআইপি নিরাপত্তা দেয় পুলিশ ও তার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনী সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা।

এসময় কুড়িল-বিশ্বরোড থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় দুই পাশে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক শোডাউন করেন।

খালেদা জিয়ার ছবি-সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেন তারা। খালেদা জিয়া হাত নেড়ে অভিবাদন জানান।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নাজিমউদ্দিন আলম, রফিক শিকদার, শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে সৌদি আরবের মদিনা আব্দুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা দেন খালেদা জিয়া।  এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে নেতাকর্মীরা বিমানবন্দরে বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানকে বিদায় জানান।

তারেক রহমান পরিবার নিয়ে হজ পালন শেষে মায়ের সঙ্গে আবুধাবি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।

খালেদা জিয়ার সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ।  গৃহকর্মী ফাতেমা বেগমও হজ শেষে দেশে ফিরেন।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে  পবিত্র হজ পালন করেন।

৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বেগম খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দায় যান।

এটি খালেদা জিয়ার তৃতীয় হজ।  এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে হজ পালন করেন তিনি। তবে প্রায় প্রতিবছরই রমজানে ওমরাহ পালন করেন বেগম জিয়া।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে