শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:১২:৪৬

‘জালিয়াতি করলে সোজা কারাগারে’

‘জালিয়াতি করলে সোজা কারাগারে’

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে জালিয়াতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলে তিনি।

জালিয়াতি ঠেকাতে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “যেখানেই কোনো জালিয়াতি হবে আমাদের জানান।”

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ‌্যই শুক্রবার ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের চলতি বছরের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়েছে। এই ইউনিটে এবার আবেদন করেছেন ৩৪ হাজার ৬১৬ জন ভর্তিচ্ছু।

উপাচার্য বলেন, “কলাভবন ও কার্জন হলসহ বড় কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে ১/২জন করে ভতিচ্ছু অনুপস্থিত রয়েছে।”

অসুদপায় অবলম্বন ঠেকাতে আগেরবারের মতোই পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায়- এমন সব ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায়  অংশগ্রহণকারীদের মধ‌্যে শেষ পর্যন্ত ২ হাজার ২৪১ জন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এই ইউনিটের পরীক্ষার মাধ‌্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ; আর্থ অ‌্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ; গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা (বিএড সম্মান); আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় সম্মান কোর্স; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ‌্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ‌্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে এবার।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের পাঁচটি কেন্দ্র হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ বিস্তারিত তথ‌্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে