শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩১:০১

প্রধানমন্ত্রী এখন ওয়াশিংটনে

প্রধানমন্ত্রী এখন ওয়াশিংটনে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ৫ দিনের ব্যস্ত সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবেন।

ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তাঁর এই সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাৎকার দেন।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন ও যুক্তরাষ্টে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগদান উপলক্ষে ১২ দিনের সফরে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। -বাসস।
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে