নিউজ ডেস্ক: নামাজ পড়ে মাদরাসায় ফিরছিলেন রবিউল আউয়াল নামে (৯) এক ছাত্র মাদরাসা। কিন্তু বাস চাপায় মৃত্যুতে তার আর মাদরাসায় ফেরা হলো না।
রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার দুপুর ২টায় বাসচাপায় মৃত্যু ঘটে তার।
নিহত রবিউল আউয়াল কিশোরগঞ্জ পটিয়াদির চমকপুর এলাকার সাঈদুর রহমানের ছেলে। সে কারওয়ান বাজারের কাজীপাড়া এলাকায় থাকত। রবিউল জামিয়া আম্বরশাহ মাদরাসায় হেফজে পড়াশুনা করত।
নিহতের বড় বোন শিউলি আক্তার জানান, দুপুরে তার ভাই রবিউল আউয়াল জুমআর নামাজ পড়ে বাসায় ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় ওয়েলকাম নামে একটি বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিক গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ওয়েলকাম বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/