এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে সকলে মিলে গড়তে হবে। এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের। ভালো দেশ গঠন করতে সকলের সহযোগিতা লাগবে।
তিনি বলেন, ‘জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের উর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে।’
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়ায় যাত্রা বিরতি দেন ডা. শফিকুর রহমান।
জামায়াতা আমির আরও বলেন, ‘নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এমন একটি দেশ চায়। ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ গঠনে তাদের স্বপ্ন পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে।’ সংক্ষিপ্ত পথসভা শেষে রাজশাহীর উদ্দেশে রওনা হন তিনি।